বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক অনুমোদিত

প্রতিষ্ঠান কোড: 35280

EIIN: 140233

অগ্রদূত টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট

নিরক্ষরতা দূরীকরণে আমরা অগ্রদূত

লক্ষ্মী বিশ্বাস

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একজন সমর্পিত সহকারী শিক্ষক হিসেবে লক্ষ্মী বিশ্বাস শিশুদের মৌলিক শিক্ষার ভিত্তি মজবুত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। অগ্রদূত টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের সাথে যুক্ত হয়ে তিনি প্রাথমিক শিক্ষার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের শিশু চারুকলা এবং অন্যান্য কারিক্যুলামকে আরও কার্যকর ও শিশুবান্ধব করে তুলছেন।

শিক্ষা উপদেষ্টার বাণী

শিশুর মনে জ্ঞানের বীজ বপন করা এবং সেই বীজকে যত্নের সাথে লালন-পালন করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই হলো শিক্ষার প্রকৃত লক্ষ্য। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রাথমিক ও গণশিক্ষা ক্ষেত্রে, আমাকে বুঝতে সাহায্য করেছে যে শুধুমাত্র প্রথাগত শিক্ষাই যথেষ্ট নয়। আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে সেই শিক্ষার সাথে সমন্বয় করে কারিগরি দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ করতে হবে।

এই চিন্তা থেকেই অগ্রদূত টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের সাথে আমার পথচলা। এখানে আমরা শুধু কারিগরি দক্ষতাই শেখাই না, আমরা শেখাই কিভাবে সেই দক্ষতাকে সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের সাথে মেলাতে হয়। আমাদের ‘শিশু চারুকলা’ কোর্সটি এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে আমরা ছোটদের মনের মণিকোঠায় লুকিয়ে থাকা শিল্পীকে বের করে আনতে সাহায্য করি।

আমার বিশ্বাস, প্রতিটি শিশুই অনন্য। তাদের মধ্যে লুকিয়ে আছে অফুরন্ত সম্ভাবনা। আমাদের দায়িত্ব হলো সঠিক পরিবেশ ও দিকনির্দেশনা দিয়ে সেই সম্ভাবনাকে বিকশিত করা। অগ্রদূত টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট সেই লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ।

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভবিষ্যৎ প্রজন্ম। তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। নিজেদের স্বপ্নকে ধারণ করো এবং সেটি পূরণের জন্য অধ্যবসায়ের সাথে কাজ করো। শিক্ষাকে কখনো বন্দী করে রাখো না, বরং তা থেকেই নতুন কিছু শেখার চেষ্টা করতে থাকো।

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে,

লক্ষ্মী বিশ্বাস
সহকারী শিক্ষক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা উপদেষ্টা, অগ্রদূত টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট